Type Here to Get Search Results !

শুক্রবার একই দিনে ভারত বনধ এবং 'চাক্কা জ্যাম'

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা বাড়াতে আগামী ২৬ মার্চ ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা। তবে, যে স্থানগুলিতে নির্বাচন হতে চলেছে সেখানে ২৬ মার্চ ভারত বনধ প্রযোজ্য হবে না। একইসঙ্গে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলার প্রতিবাদে একই দিনে ‘চাক্কা জ্যাম’-র ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই বনধকে সমর্থন জানিয়েছেন ব্যবসায়ীরাও। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি সরব হয়েছে জিএসটি নিয়ে।  

     দিল্লি সীমান্ত বরাবর এলাকায় কৃষকদের বিক্ষোভ ইতিমধ্যেই ১০০ দিন পার করেছে। এই প্রেক্ষিতে ফের ভারত বনধের ডাক দিলেন কৃষকরা। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারত বনধ ডেকেছিলেন কৃষকরা। কৃষি আইনের প্রতিবাদে কয়েকদিন আগে রেল রোকো কর্মসূচিও করেন কৃষকরা। বনধের জেরে থমকে যেতে পারে জনজীবন। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে বনধ পালন করা হবে। ১২ ঘন্টার এই বনধের সময় রেল, যান চলাচল বন্ধ থাকতে পারে। কৃষকদের ডাকা বনধের জেরে দোকানপাট বন্ধ থাকতে পারে। কৃষকনেতা দর্শন পাল বলেছেন, ‘আমরা ভারতবাসীর কাছে আবেদন করব, যাতে কৃষকদের গৌরবের স্বার্থে এই ভারত বনধকে তাঁরা সফল করেন।’ ভারত বনধকে সমর্থন জানিয়েছে অন্ধ্রপ্রদেশের YSR কংগ্রেস পার্টি।


আরশিকথা দেশ-বিদেশ

২৫শে মার্চ ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.