Type Here to Get Search Results !

সরকারি চাকরিতে নিয়মিত কোন পদে আউটসোর্সিং করা হচ্ছে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, আরশিকথাঃ


সরকারি চাকরিতে নিয়মিত কোন পদে আউটসোর্সিং করা হচ্ছে না এবং ভবিষ্যতেও করা হবে না। শুক্রবার দ্বাদশ বিধানসভার নবম অধিবেশনে বিধায়ক আশীষ কুমার সাহার আনা বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, আউটসোর্সিং সংক্রান্ত নোটিফিকেশন জারি হওয়ার পরই এ সম্পর্কে সরকারের পক্ষ থেকে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।যেখানে স্পষ্টই বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়মিত পদগুলির জন্য আউটসোর্সিং করা হবে না। তারপরও বিরোধী রাজনৈতিক দলগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবকদের বিভ্রান্ত করছে। যুবাদের জন্য দরদী হওয়া এবং তাদের ব্যথা অনুভব করা দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন রাজনীতির জন্য রাজনীতি করা উচিত নয়। রাষ্ট্র ও মানুষের কল্যাণে রাজনীতি করা উচিত। তিনি বলেন, বিগত সরকারের আমলে ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে নিয়মিত ও অনিয়মিত ২,৫৩৩ জনের সরকারি চাকরি হয়েছে। সেদিক দিয়ে বিবেচনা করলে বর্তমান সরকারের তিন বছরে গড়ে ৫,২০০ জনের চাকরি হয়েছে। আরও ১১ হাজারের ওপর শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের শাসনকালে কর্মসংস্থানের সংজ্ঞা পাল্টে গেছে।

গত তিন বছরে বিকল্প কর্মসংস্থান হয়েছে প্রায় এক লক্ষের উপর। রাজ্যের যুবসম্প্রদায় কর্ম প্রার্থী হওয়ার চাইতে এখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এটা প্রমাণ করে এ রাজ্যে যুবকদের মানসিকতা বদলাচ্ছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৯ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.