আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঃ ভারত

    আরশি কথা

    প্রভাষ চৌধুরী, আরশি কথা:

    দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকা নেওয়ার একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন তিনি। সোমবার (০১ মার্চ) সকালে টিকার প্রথম দফার ডোজ নেন তিনি। সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদিকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড টিকা নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’ ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীরাও টিকা পাবেন।


    আরশিকথা হাইলাইটস

    ১লা  মার্চ ২০২১

     

    3/related/default