গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয়েছে প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস ভবনের সামনে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় দল। তাদের অভিযোগ, জ্বালানি গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। অথচ দাম নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নেই কেন্দ্রীয় সরকারের। এর ফলে সাধারণ মানুষের ওপর প্রবল আর্থিক চাপ পড়ছে। যুব কংগ্রেসের দাবি, অবিলম্বে যেন কেন্দ্রীয় সরকার জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করে। অন্যথায় যুব কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে। প্রসঙ্গত গত একমাস ধরে পেট্রোপণ্য ও জ্বালানি গ্যাসের দাম বেড়ে চলেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এর প্রতিবাদ করে চললেও নীরব কেন্দ্রীয় সরকার।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২রা মার্চ ২০২১