Type Here to Get Search Results !

শিল্পী মন........ আটলান্টা থেকে রবীন্দ্র চক্রবর্তী'র কবিতা

শিল্পী মন........


অলস মন প্রশ্ন করে 

কি হবে এতো কাজে? 

সবকিছু তো ছাড়তে হবে 

তোমার জীবনসাঁঝে! 


শান্ত স্বরে কে যেন বলে 

পুজোর শেষ ক্ষণে,

মূর্তিখানা তলিয়ে যায় 

বিসর্জনের জলে! 


তাই বলে কি শিল্পী মন 

ভ্রান্ত তুমি থাকো?

পুজোয় গড়া প্রতিমা খানা 

সুন্দর হবে নাকো?


- রবীন্দ্র চক্রবর্তী,আটলান্টা

২১শে মার্চ ২০২১