আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাশ্মীরের আকাশে পাক এয়ারলাইন্সের লোগো দেওয়া বিমান আকৃতির বেলুন ঘিরে আতঙ্ক

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

    ফের কাশ্মীরের আকাশে দেখা মিললো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের লোগো দেওয়া একটি বেলুন। এই বেলুনের আকৃতি একটি প্লেনের মত। যার গায়ে পাক পতাকারও ছবি রয়েছে। জম্মুর ভালওয়াল এলাকায় আচমকাই উড়তে উড়তে এসে পড়ে বেলুনটি, তারপর এটি মাটিতে নেমে আসে। মঙ্গলবার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে জম্মু-কাশ্মীর পুলিশ এটিকে বাজেয়াপ্ত করে। বেলুনটির গায়ে পিআইএ লেখা ছিল।  প্লেনটির ডানায় পাকিস্তানের পতাকা আঁকা ছিল। পাকিস্তান নতুন করে কোনো নাশকতার চেষ্টা চালাচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।উল্লেখ্য, কিছুদিন আগেই প্লেন আকৃতির আরেকটি পাকিস্তানি বেলুনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় কাশ্মীরে।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৬ই মার্চ ২০২১
     

    3/related/default