Type Here to Get Search Results !

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা সফরে ভারতীয় যুদ্ধজাহাজ

আবু আলী ঢাকা,আরশিকথা ।।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা সফরে এলো ভারতীয় যুদ্ধজাহাজ মোংলা বন্দরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেধা’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেধা’। সোমবার (৮ মার্চ) জাহাজ দুটি মোংলা বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে বাদ‌্য বাজিয়ে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান বানৌজা মংলার অধিনায়ক। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেব গোর্বধন রাজু ও জাহাজ দুটির অধিনায়করা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি তারা খুলনা নেভাল এরিয়ার কমান্ডার এবং ফ্লোটিলা ওয়েস্টের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাসহ নৌ কমান্ডোদের সঙ্গে কুশলবিনিময় করবেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বানৌজা গোমতী তাদের স্বাগত জানায়। ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ কুলিশের নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিকসহ সুমেধার নেতৃত্বে রয়েছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনীর জাহাজ বা ঘাঁটিসহ মোংলা ও খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। জাহাজ দুটির এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তিন দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৮ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.