সিপিএম ও আইপিএফটি'র পর এবার এডিসি নির্বাচনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। কোন দলের সঙ্গে জোট নয় এককভাবে ২৮টি আসনের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পিসিসিআই সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস প্রার্থী তালিকা প্রকাশ করেন।
কংগ্রেসের তালিকায় চমক হচ্ছে অম্পিনগর কেন্দ্রের প্রার্থী করা হয়েছে যিনি আইপিএফটি'র ভিলেজ কমিটির চেয়ারম্যান। তাছাড়া কিল্লা-বাগমা ও মহারানী-চেলাগাং কেন্দ্রে চাকরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে দুজনকে প্রার্থী করা হয়েছে। এদিকে মোট ১৮০ জন প্রার্থী হতে ইচ্ছুক আবেদনকারীদের মধ্যে একজন মহিলা ছিলেন। তাকেও প্রার্থী করা হয়েছে বলে জানান পিসিসি সভাপতি।এদিনের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।