দর্শকদের জন্য বৃহস্পতিবার থেকে খুলে গেল এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন। শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পাদদেশে থাকা এই বাগানটির নাম প্রাক্তন নাম সিরাজ বাগ। বর্তমানে এটি পরিচিত ইন্দিরা গাঁধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নামে।
চলতি বছর বাগানে ১৫ লক্ষ ফুল রয়েছে। ৬৪ রকমের ফুল দেখা যাবে এই বছর টিউলিপ গার্ডেনে। গতবছর করোনা অতিমারীর কারণে বন্ধ ছিল টিউলিপ গার্ডেন। এই বছর আবার এই বাগান খুলে দেওয়া হলেও প্রবেশের আগে মানতে হবে করোনা বিধি। এই বছর টিউলিপ বাগানের ছবি ট্যুইট করে বাগানটি খুলে যাওয়ার সুখবর দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উল্লেখ্য,২০০৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এই বাগানটি উদ্বোধন করেছিলেন। এরপর থেকে প্রতিবছর মার্চ মাসের ২৫ তারিখে সর্বসাধারণের জন্য খুলে যায় এই বাগান। প্রত্যেক বছরই ফুলের সম্ভার মুগ্ধ করে দর্শকদের।আরশিকথা দেশ-বিদেশ
২৫শে মার্চ ২০২১