Type Here to Get Search Results !

রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রস্তাবঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ 


রাজ্যের রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে রেগা প্রকল্পে ২০১৯-২০ অর্থবর্ষে মজুরি ৩১২ টাকা করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল ৮ নভেম্বর, ২০১৮ সালে।২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবর্ষে রেগা প্রকল্পে মজুরি ছিল ১৭৭ টাকা। ২০১৯-২০ তে বৃদ্ধি পেয়ে ১৯২ টাকা এবং বর্তমানে ২০২০-২১ সালে ২০০ টাকা হয়েছে। রেগা প্রকল্পে রাজ্যে মোট কার্ডধারী পরিবার রয়েছে ৬,৩৮,১৯৪ টি। বিধানসভা অধিবেশনে বিরোধীদের দ্বারা আনীত প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এই তথ্য জানান। ২০১৯-২০ অর্থবর্ষে জানুয়ারি মাস পর্যন্ত রেগা প্রকল্পে ২ কোটি ৮৯ লক্ষ শ্রম দিবসের কাজ হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে জানুয়ারি পর্যন্ত কাজ হয়েছে ৩ কোটি ৭৮ লক্ষ শ্রম দিবসের। রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় স্বীকার করা হয় কিছু পরিমাণ মজুরি ই-প্রযুক্তিগত কারণে শ্রমিকদের ব্যাংক একাউন্টে ঢুকতে দেরি হচ্ছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৪শে মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.