আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে আরো একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে : বিধানসভায় মুখ্যমন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ধলাই জেলার কুলাই জেলা হাসপাতালে নতুন একটি মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এর জন্য ৫৭.৭৯ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। এই ভবন নির্মাণে আনুমানিক ব্যয় ৩২০ কোটি কোটি টাকা ধরা হয়েছে। রাজ্যের পূর্ত দপ্তর কর্তৃক ডিপিআর তৈরীর কাজ চলছে। ডিপিআর তৈরি হয়ে গেলে একে অনুমোদনের জন্য ভারত সরকারের কাছে পাঠানো হবে।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে নতুন করে দুটি জেলা হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এরমধ্যে একটি হবে খোয়াইয়ে আর অন্যটি সিপাহীজলা জেলায়। তিনি জানান, ৩০ শয্যাবিশিষ্ট তিনটি কমিউনিটি হেলথ সেন্টারকে ৫০ শয্যাবিশিষ্ট মহকুমা হাসপাতালে উন্নীত করা হচ্ছে। এগুলি হচ্ছে কুমারঘাট কমিউনিটি হেলথ সেন্টার, পানিসাগর কমিউনিটি হেলথ সেন্টার এবং করবুক কমিউনিটি হেলথ সেন্টার।

    মুখ্যমন্ত্রী জানান এজিএমসি এবং জিবিপি হাসপাতালে একটি সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হচ্ছে। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে দেড়শ কোটি টাকা। কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত রাজ্যকে এর জন্য ৯২ কোটি টাকা প্রদান করেছে। কাজটির নির্মাণকাজ ৮৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে। ২০২১-২২ অর্থবছরে কাজটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৩শে মার্চ ২০২১
     

    3/related/default