Type Here to Get Search Results !

অসমে কংগ্রেস ক্ষমতায় ফিরলে সিএএ কার্যকর হবে না : রাহুল গান্ধী

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

শুক্রবার অসমে ভোট প্রচারে যান রাহুল গান্ধী ।সেখানে সিএএ নিয়ে অসমবাসীকে বড়সড় স্বস্তি দিলেন তিনি। রাহুল বলেন, ‘‘অসমে কংগ্রেস ক্ষমতায় ফিরলে সিএএ কার্যকর করা হবে না।’’ বাকি চার রাজ্যের পাশাপাশি অসমেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলছে শাসক বিজেপি থেকে শুরু করে বিরোধী কংগ্রেস ও অন্য দলগুলি। দু’দিনের অসম সফরে ঠাসা কর্মসূচি রাহুল গান্ধীর। অসমেও সরকার পরিচালনা করছে বিজেপি। সিএএ নিয়ে এখনও পুরনো অবস্থানেই অনড় শাসকদল। সিএএ-র প্রতিবাদে একসময় উত্তাল হয় উত্তর-পূর্বের এই রাজ্য। পথে নেমে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় একাধিক রাজনৈতিক দল ও নানা সংগঠনকে। বহু বুদ্ধিজীবীও অসমে সিএএ-র প্রতিবাদে সোচ্চার হন। অসম থেকেই কেন্দ্র-বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলিতে। এরপর রাজ্যে-রাজ্যে সিএএ নিয়ে প্রতিবাদের সুর চড়া হতে থাকে। এদিন আবারও সিএএ ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেছেন রাহুল গান্ধী। সিএএ-র মাধ্যমে বিজেপি মানুষে-মানুষে ভেদাভেদ করতে চায় বলে তোপ দেগেছেন রাহুল। ধর্মীয় ভাবাবেগকে রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চায় বিজেপি, এদিন অসমে ভোটের প্রচারে গিয়ে এমনও বলতে শোনা গিয়েছে রাহুল গান্ধীকে।


আরশিকথা দেশ-বিদেশ

১৯শে মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.