মেয়েদের ছেঁড়া জিন্স পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত এর মন্তব্যে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এরপরই হ্যাশট্যাগ স্ক্রিপ্ট রিপোর্ট রিপোর্ট একের পর এক পোস্ট হতে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চাপে পড়ে অবশেষে শুক্রবার ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। সকলের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তিনি বলেন, যারা আমার কথায় আহত হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তিনি আরো বলেন, ছেঁড়া জিন্স যারা পড়েন তাদের নিয়ে আমার কোন আপত্তি নেই। উল্লেখ্য, মঙ্গলবার একটি কর্মীসভায় এক মহিলার সঙ্গে তার কথোপকথন তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। ওই মহিলা নাকি তার দুই সন্তান নিয়ে বিমানে সফর করছিলেন রাওয়াত বলেন তিনি আমার পাশে বসেছিলেন তাই তার সঙ্গে কথা বলি। তিনি একটি এনজিও চালান। তার জিন্স হাঁটুর কাছে ছেঁড়া। তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন। ছেলেমেয়েদের কি মূল্যবোধ তিনি শেখাবেন ? এই বক্তব্যকে ঘিরে ক্ষোভ উগড়ে দেয় নেটিজেনরা।প্রতিবাদে একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুরু হয়। থেমে থাকেনি রাজনৈতিক নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির খাকি শর্টস পরা ছবি পোস্ট করে পাল্টা কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।
আরশিকথা দেশ-বিদেশ
১৯শে মার্চ ২০২১