আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পাকিস্তানকে করোনা টিকা দেবে ভারত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

    করোনা যুদ্ধে ইসলামাবাদে পাশে দাঁড়াচ্ছে ভারত। GAVI-র সাহায্যে সাড়ে চার কোটি ভ্যাকসিন পাকিস্তানকে দেবে নয়াদিল্লি। চলতি মাসেই ভারত থেকে করোনা টিকা পৌঁছাবে পাকিস্তানে। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এ অবস্থায় ইমরানের দেশের পক্ষে টিকা কেনা খুবই সমস্যার বিষয়। তাদের ভরসা হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী অনাক্রম্যতা এবং বন্ধুদের থেকে উপহার হিসেবে পাওয়া টিকা।উল্লেখ্য, ২০০০ সালে স্থাপিত আন্তর্জাতিক সংস্থা GAVI সারা বিশ্বজুড়ে গরিব দেশগুলিকে টিকা সরবরাহের কাজ করে। গত সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল করোনা টিকা দেওয়ার ব্যাপারে। ভারত GIVA-র মাধ্যমেই করোনা টিকা পাঠাবে সে দেশে।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১০ই মার্চ ২০২১
     

    3/related/default