Type Here to Get Search Results !

রাজ্যে উচ্চবিত্ত ও গরিবদের মধ্যে ফারাক বেড়েছে গত তিন বছরে : বিধানসভায় বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


গত তিন বছরে রাজ্যে উচ্চবিত্ত ও গরীবদের মধ্যে ফারাক বেড়েছে । ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, এই বাজেট গরীব, মধ্যবিত্ত, কর্মচারী ও বেকার বিরোধী। উল্লেখ্য মঙ্গলবার বিধানসভার তৃতীয় দিনের দ্বিতীয়ার্ধে ২০২১-২০২২ অর্থবছরের জন্য পেশ করা বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। আলোচনার সূচনা করেই বিরোধী দলনেতা মানিক সরকার এই মন্তব্য করেন। পাশাপাশি এই বাজেটের ব্যাপক সমালোচনা করেন তিনি। এদিন প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন মোট পাঁচজন বিধায়ক। বিরোধী দলনেতা মানিক সরকার ছাড়াও আলোচনায় অংশ নেন ট্রেজারি বেঞ্চ এর বিধায়ক ডা: দিলীপ দাস, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক আশিস দাস এবং বিধায়ক প্রভাত চৌধুরী।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৩শে মার্চ ২০২১