Type Here to Get Search Results !

সরকারের লক্ষ্য করোনামুক্ত ত্রিপুরা গড়ে তোলা : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে করোনামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকার আজ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই তিন দিনের রাজ্যের পৌনে চার লক্ষ প্রবীণ নাগরিককে মিশন মুডে কোভিড ১৯ টিকাকরণের উদ্যোগ নিয়েছে। একজন প্রবীণ নাগরিকও যাতে টিকাকরণ থেকে বাদ না যায় সেদিকে নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী শ্রী দেব বুধবার আইজিএম হাসপাতালে বিশ্ব যক্ষা দিবস এবং প্রবীণ নাগরিকদের কোভিড ১৯ টিকাকরণ কর্মসূচির বিশেষ অভিযানের উদ্বোধন করে এই আহ্বান জানান। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, আমরা কোভিড ১৯ অতিমারির সাথে পরিচিত হয়েছি। তবে যাদের বয়স ষাটের বেশি তাদেরই সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তিনি বলেন, আমাদের প্রত্যেকের বাড়িতে মাতা,পিতা, গুরুজন রয়েছেন তাদের প্রত্যেককে টিকাকরণ কেন্দ্রে এনে টিকাকরণ করানো উচিত। এই তিনদিন উৎসবের মেজাজে এই কাজটা আমাদের করতে হবে। তিনি বলেন করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। করোনা অতিমারির সময়ে ত্রিপুরাতে খাদ্যের অভাবে একজনও মারা যাননি এটা রাজ্যের বড় সাফল্য। মুখ্যমন্ত্রী বলেন, করোনায় ত্রিপুরা দেশে মধ্যে ভাল অবস্থায় রয়েছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যক্ষ্মা রোগী হরলাল দেবনাথের হাতে নি়ক্ষয় পোষণ যোজনায় ৩ হাজার টাকার চেক তুলে দেন। তাছাড়া দুইজন বরিষ্ঠ নাগরিকে কোভিড ভ্যাকসিন শংসাপত্র, ইউএনডিপি এবং হু এর পক্ষ থেকে টিবি রোগ প্রতিরোধে ভালো কাজ করার জন্য ডাক্তার নবজ্যোতি চাকমাসহ অন্যান্য চিকিৎসককে সহ অন্যান্য চিকিৎসকদের পুরস্কৃত করা হয়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৪শে মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.