রাজ্যে স্বাস্থ্য পরিষেবার নিয়ে নানা অভিযোগ রয়েছে বহু দিন ধরেই। রোগীদের উপযুক্ত পরিষেবা না পাওয়া, ডাক্তার ও নার্সের স্বল্পতা, স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে গাফিলতি, পরিকাঠামোর ত্রুটি ইত্যাদি নানা অভিযোগ রয়েছে। এই অবস্থায় স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। বিধানসভার অধিবেশনে দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, এজিএমসি এবং জিবিপি হাসপাতালে একটি সুপার স্পেশালিটি ব্লক তৈরি হচ্ছে। ট্রমা সেন্টারের সুবিধা তিনটি জেলা হাসপাতালে স্থাপন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যেমন জেলা হাসপাতাল উত্তর ত্রিপুরা, জেলা হাসপাতাল উদয়পুর এবং জেলা হাসপাতাল দক্ষিণ ত্রিপুরা অর্থাৎ শান্তিরবাজার। ধলাই জেলা হাসপাতালের নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। জিবি হাসপাতালের মা ও শিশু স্বাস্থ্য বিভাগ তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গোমতী ও দক্ষিণ জেলা হাসপাতালে তা করা হবে। ৩০ শয্যাবিশিষ্ট কুমারঘাট কমিউনিটি হেলথ সেন্টারকে ৫০ শয্যাবিশিষ্ট মহকুমা হাসপাতালে উন্নীত করা হচ্ছে। একইভাবে করবুক কমিউনিটি হেলথ সেন্টারকেও মহকুমা হাসপাতাল করা হবে।সাব্রুম মহকুমা হাসপাতালটি করা হবে ১০০ শয্যাবিশিষ্ট। ছৈলেংটায় মহকুমা হাসপাতালকে উন্নীত করার কাজ হাতে নেয়া হয়েছে। জিবি এবং আইজিএম হাসপাতালে উন্নত পরিষেবার জন্য অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি কেনার জন্য অর্থ বরাদ্দ করা হয় ২০২১-২২ অর্থবর্ষে। রাজ্যে নতুন করে দুটি জেলা হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। খোয়াই জেলায় একটি এবং সিপাহীজলা জেলায় একটি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৪শে মার্চ ২০২১