Type Here to Get Search Results !

বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মওদুদ আহমদ মারা গেছেন

আবু আলী, ঢাকা, আরশিকথা ॥ সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শারীরিক অবস্থার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে নেওয়া হয়েছিল। গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদ আহমদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে ১৩ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২০ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। পরবর্তীতে শারীরিক অবস্থা খারাপ হলে ২১ জানুয়ারি আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ১ ফেব্রুয়ারি রাতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। মওদুদ আহমদ বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ১৯৮৫ সালে জাতীয় পার্টিতে যোগ দেন এবং এরশাদ সরকারের প্রধানমন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদের পতনের পরে ১৯৯৬ সালে মওদুদ আবার বিএনপিতে যোগ দেন এবং ২০০১ সালে খালেদা জিয়া সরকারের আইনমন্ত্রী হন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৬ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.