ফের করোনার থাবা টলিউডে। এবার কোভিড-১৯ আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে সিঙ্গাপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন, তার শারীরিক কোনো সমস্যা নেই। তার পরিবারের বাকি সকল সদস্য পুরোপুরি সুস্থ বলেও জানান তিনি। উল্লেখ্য, কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই ঋতুপর্ণার স্বামীর সঞ্জয় সিঙ্গাপুরের বাসিন্দা। এখন অভিনেত্রীর দুই ছেলেমেয়েও ওখানেই পড়াশোনা করে। লকডাউন এবং তার পরবর্তীকালে সিঙ্গাপুরেই কাটিয়েছিলেন তিনি। দশ মাস পর চলতি বছর জানুয়ারিতে কলকাতায় ফেরেন ঋতুপর্ণা। সপ্তাহ খানেক আগেই একটি শুটিংয়ের কাজে মুম্বাই গিয়েছিলেন ঋতুপর্ণা। সেখান থেকেই সিঙ্গাপুরে উড়ে যান।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই মার্চ ২০২১