করোনা আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের বাড়িতেই রয়েছেন তিনি। শনিবার টুইট করে এই তথ্য জানালেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান। উল্লেখ্য, ১৮ মার্চ চিনের ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। এর পরই তিনি করোনা আক্রান্ত হওয়ায় চিনের কোভিড ভ্যাকসিন নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। দিন দুয়েক আগেই চিনের সিনোফার্ম সংস্থার ভ্যাকসিন এসে পৌঁচেছে পাকিস্তান। টিকাকরণে উৎসাহ দেওয়ার জন্য প্রথম দিনই চিনা ভ্যাকসিন নেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের জনতাকে নিয়ম মেনে টিকা নেওয়ারও আবেদন জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, পাকিস্তানে শুধুমাত্র চিনা টিকাই মিলছে। কিন্তু টিকার প্রথম ডোজ নেওয়ার মাত্র ২ দিনের মধ্যেই কোভিড আক্রান্ত হলেন ইমরান খান। যার জেরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার করোনা আক্রান্ত হয়েছেন ইমরান খান। বাড়িতেই রয়েছেন তিনি। অন্য কোনও শারীরিক কষ্ট নেই তাঁর। প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে ।
আরশিকথা দেশ-বিদেশ
২০শে মার্চ ২০২১