বাস্তবের পৃথিবীতে ক্রমেই এক যথার্থ নায়ক হয়ে উঠেছেন রূপোলী পর্দার খলনায়ক সোনু সুদ। কখনও লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা, কখনও বৃদ্ধাদের জন্য শীতবস্ত্রের জোগান দেওয়া। নানা ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার তাঁর অবদানকে স্বীকৃতি দিতে একটি বিশেষ বিমান উৎসর্গ করল ‘স্পাইসজেট’। সেই বিমানে আঁকা সোনু সুদের মুখ। তাতে লেখা রয়েছে, ‘এ স্যালুট টু দ্য সেভিয়ার সোনু সুদ’।‘স্পাইসজেট’-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং জানিয়েছেন, ”অতিমারীর সময়ে সোনু সুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। তাঁর নিঃস্বার্থ প্রচেষ্টাকে সম্মান জানিয়ে এই বিশেষ ছবি। অতিমারীর সময়ে যেভাবে তিনি লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছেন, সেজন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।” প্রসঙ্গত, লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে যেভাবে দাঁড়াতে দেখা গিয়েছিল সোনুকে, তা দেখে কুর্নিশ জানিয়েছিল গোটা দেশ। বিভিন্ন অঞ্চলে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করে তাঁদের জন্য আশ্রয় ও সমস্ত সাহায্যের বন্দোবস্ত করেছিলেন তিনি। নিজের সম্পত্তি বিকিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ক্রমেই বেড়েছে তাঁর প্রতি মানুষের মুগ্ধতা। এবারের পুজোয় কলকাতার মণ্ডপে দেখা গিয়েছিল তাঁর মূর্তি! তেলেঙ্গানায় তৈরি হয়েছে মন্দিরও।
আরশিকথা দেশ-বিদেশ
২০শে মার্চ ২০২১