বাম শাসিত কেরালায় গিয়ে জোর প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরায় শূন্য থেকে বিজেপি সরকার হয়েছে। কেরালাতেও তা সম্ভব। বাম বিরোধী ভাবাবেগ সারা দুনিয়ায় রয়েছে। তাই কমিউনিস্টদের মতাদর্শও অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কেরালাতে বসেই মানসিকতা রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সাম্প্রদায়িকতা নিয়ে সিপিএম যা বলে তা কেবল তাদের প্রচার। এখন দেশের ধারণা বদলে গিয়েছে। সম্প্রতি বিহারে ভোট হয়েছে সেখানে জাতপাতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন কর্মসংস্থানের এজেন্ডা নিয়ে ভোট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এর উপর ভিত্তি করে কাজ করছেন। ত্রিপুরায় একজনও সংখ্যালঘু মানুষ বলতে পারবেনা যে গত তিন বছরে তাদের সঙ্গে অবিচার হয়েছে। তিনি বলেন,আজকের ত্রিপুরা অন্য দিশায় চলছে। রেল ও জাতীয় সড়কের পরিকাঠামোর বিপুল উন্নতি সাধন হয়েছে। গত ৯ মার্চ সরকারের তিন বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৫০০কোটি টাকা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চিত্র সেখানে তুলে ধরেন। পাশাপাশি তিনি আহ্বান জানান কেরালাবাসী যেন ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলো ঘুরে যান। বিপ্লব দেব তিরুবনন্তপুরমে একটি রোড শো-ও করেন। তাতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় সেই রাজ্যের ভোটারদের মধ্যে।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই মার্চ ২০২১