এ ডি সি নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ ভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে খোয়াই জেলার জেলাশাসক অস্ত্র আইন ১৯৫৯ অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ১১ মার্চ এর মধ্যে সংশ্লিষ্ট পুলিশ থানায় জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহ পরেই আগ্নেয়াস্ত্র-গুলি যাদের কাছে ছিল তাদের ফেরত দেওয়া হবে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় সূচির পর কোন আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ কারোর কাছে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এবং অস্ত্র আইন ১৯৫৯- এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হবে। তবে এই আদেশ কর্তব্যরত অবস্থায় থাকা পুলিশ কর্মী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, সশস্ত্র রক্ষী এবং ব্যাংকের ক্ষেত্রে কার্যকর হবে না।
আরশিকথা ত্রিপুরা নিউজ
৬ই মার্চ ২০২১