আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সলতে.... ত্রিপুরা থেকে চন্দ্রা মজুমদার

    আরশি কথা

    সলতে....


    কত কথারা চৌকাঠ পেরোয় না

    শব্দ গিলে গিলে জীবিত থাকে

    কত কথা চৌকাঠে হোঁচট খায়

    কত শব্দ আবার স্বপ্ন কিনতেও যায়,

    নীরবতায় সে তার দুঃখ লালন করে

    প্রলেপ পড়া সম্পর্ক প্রসাদনে মুখ ঢাকে,

    তবু ঠিকানা পাল্টায় না

    তাদের নির্বাক অভিব্যক্তি চুঁইয়ে চুঁইয়ে

    যে রসটুকু নির্গত হয় তাতেই সমৃদ্ধ হয় বন্ধন

    আকাশ ঢেকে যায় কালো মেঘে

    তবু দীর্ঘশ্বাসেরা কাঙ্ক্ষিত স্পর্শটুকু পায় না

    কত আর্তনাদ  কত হাহাকার মিশে যায় হাসিতে,

    নিজেকে হারিয়ে ফেলার ভয়ে আত্মসুদ্ধি করে না,

    দীর্ঘশ্বাসেরা সারারাত জেগে জেগে রাতের আরো গভীরে নিশ্বাস ফেলে

    কখনো আবার অপমানের নীল বিষ গিলে 

    প্রমাণ রেখে যায়

    সেও বেঁচে ছিল।


    - চন্দ্রা মজুমদার, ত্রিপুরা

    ৮ই মার্চ ২০২১

     

    3/related/default