দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহ ধরে লাগাতার ১৫ হাজারের বেশি। মৃতের সংখ্যাও গত কয়েকদিন ধরে উল্লেখযোগ্য হারে বাড়ছে। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ১৬ হাজার, ৮৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১১ লক্ষ, ৭৩ হাজার, ৭৬১ জন। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৩ জনের। গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ১৩ হাজার,৮১৯ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ, ৭৬ হাজার, ৩১৯ জন। গত বেশ কয়েকদিন ধরে সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি, ১ লক্ষ, ৩৯ হাজার, ৮৯৪জন। আর মোট মৃতের সংখ্যা ১ লাখ, ৫৭ হাজার, ৫৪৮ জন।
আরশিকথা দেশ-বিদেশ
৫ই মার্চ ২০২১