বিজেপি প্রদেশ কার্যালয়ে শুক্রবার শেষ শ্রদ্ধা জানানো হলো ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের রাজ্য কমিটির সদস্য তথা বিশিষ্ট লেখক এবং আইনজীবী প্রয়াত গোপীনাথ ঘোষকে। প্রয়াতকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা, দলের রাষ্ট্রীয় সম্পাদক সুনীল দেওধর, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়সহ অন্যান্যরা। উল্লেখ্য বিজেপি লিগ্যাল সেলেরও সদস্য ছিলেন আইনজীবী গোপীনাথ ঘোষ। এক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আগরতলার আই এল এস হাসপাতাল ভর্তি হয়েছিলেন তিনি। ভুগছিলেন ফুসফুস এবং কিডনি জনিত সমস্যায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি শোক জ্ঞাপন করে তার বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং দলের বিভিন্ন নেতাকর্মীরা।আরশিকথা ত্রিপুরা সংবাদ
৫ই মার্চ ২০২১