গত কয়েকদিনে আক্রান্ত নিরিখে দেশের মধ্যে ফের শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে মহারাষ্ট্র। কোভিদ সংক্রমণ রুখতে আরো একবার পূর্ণাঙ্গ লকডাউনের ঘোষণা করল নাগপুর সিটি পুলিশ। আগামী ১৫ থেকে ২১ মার্চ পর্যন্ত নাগপুরের শহরাঞ্চলে পূর্ণাঙ্গ লকডাউন থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন সবজি, দুধ, ওষুধ পাওয়া যাবে। মন্ত্রী নীতিন রাউত জানান, মহারাষ্ট্রের এই অঞ্চলে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই শৃঙ্খলে লাগাম পরাতে লকডাউনের পথে হাঁটছে সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ভ্যাকসিন নেওয়ার পর বলেন, কোভিড সংক্রমণে লাগাম পরাতে মহারাষ্ট্রের কোথাও কোথাও ফের লকডাউন করা হতে পারে। উল্লেখ্য দুই হাজার কুড়ি সালের ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১১ই মার্চ ২০২১