আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মানুষ এখনও মুদ্রিত বই পড়তে ভালোবাসেন: বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে বললেন রাজ্যপাল:আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা, আরশিকথাঃ

    ১৪দিন ব্যাপী বই মেলা সমাপ্ত হল বৃহস্পতিবার। গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলার সমাপ্তি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল রমেশ বৈস। মেলা প্রাঙ্গণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, বহু সন্ন্যাসী, দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তিদের জন্মভূমি এই ভারত।আধুনিক মুদ্রণ প্রযুক্তি না আসার অনেক আগে থেকেই বিভিন্নভাবে জ্ঞানের আদান-প্রদান হতো।আজকাল অনেক ক্ষেত্রে বিতর্ক হয় যে বৈদ্যুতিন ও সামাজিক মাধ্যমের কারণে প্রিন্ট মিডিয়া বা বই হারিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ এখনো মুদ্রিত বই পড়তে ভালোবাসেন ও নিজের সংগ্রহে রাখতে পছন্দ করেন।

    তিনি বলেন, আগরতলা বইমেলা স্থানীয় লেখক ও প্রকাশকদের উৎসাহিত করছে।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিধায়ক মিমি মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকারসহ অন্যান্যরা। সমাপ্তি অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ত্রিপুরা স্টেট এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ডঃ অরুণোদয় সাহা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১১ই মার্চ ২০২১
     

    3/related/default