Type Here to Get Search Results !

প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০২১ অর্থবছরের প্রস্তাবিত রাজ্য বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করেন।শুক্রবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী বাজেট হিসেবে উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট যেরকম জনকল্যাণকর, তেমনি প্রস্তাবিত রাজ্য বাজেটও জনহিতকর। প্রস্তাবিত এই বাজেটে জনগণের ওপর কোনো করের বোঝা চাপানো হয়নি। পাশাপাশি প্রাইমারি সেক্টর যেমন কৃষি, উদ্যান, মৎস্যচাষ, প্রাণী পালনসহ পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, একটি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বনির্ভরতা প্রয়োজন। ইজ অব লিভিং এবং ইজ অব বিজনেস এই দুই প্যারামিটারের ওপর দাঁড়িয়ে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে এক নতুন দিশা দিতে চাইছেন। প্রধানমন্ত্রী ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৯ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.