আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    || আজকাল || -- কানাডা থেকে স্বাগতা

    আরশি কথা

    ||       আজকাল        ||


    ভাবে বসে মন ,

    দেখে মানুষের পরিবর্তন |

    নতুন যুগের প্রবল দাপটে ,

    লিখছে কলম অকপটে |

    স্বার্থপর অকৃতজ্ঞের মাত্রা বড়ই বেশী ,

    অন্যকে পিছু ধরে টেনে রেখে 

    হিংসুকরা হয় বেজায় খুশী |

    ন্যায় অন্যায়ের মানদন্ডে 

    অন্যায়েরি হয় জয়,

    অবুঝ আমরা বুঝিনা এটাতো 

    সমাজেরই অবক্ষয় |

    ইগো বোধের ব্যাক্তিত্বের 

    সংখ্যা বাড়ায় প্রতিযোগীদের |

    অন্তঃসার শূন্য আত্মপ্রকাশের 

    বড়ই হুড়োহুড়ি ,

    এ যেন আধুনিকতার বাহাদুরী |

    জানে প্রশংসা কুড়িয়ে নিতে ,

    জানেনা অন্যের প্রশংসা করতে |

    মিথ্যের মাঝে নেই সত্যের ঠাঁই 

    অবগুনের নিরিখে দায়ী 

    এই কলিকালটাই |

    এই আজব দুনিয়ায় সাক্ষী 

    যে আমরা আরও কত অবগুনের ,

    বিস্ময়ে পৃথিবী দেখে পরিবর্তন 

    মানুষের |


    - স্বাগতা,কানাডা

    ২৮শে মার্চ ২০২১

     

    3/related/default