নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ
করোনা আক্রান্ত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত পেইজে বুধবার এ খবর নিজেই দিলেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবর জানিয়ে তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিলেন। এবং নিরাপদে থাকতে বললেন। উল্লেখ্য দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বর্তমানের রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে কোভিড-১৯। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে লক্ষাধিকের রেকর্ডও তৈরি করেছে ইতিমধ্যেই। রাজ্যেও নতুন করে করোনা আক্রান্ত হবার খবর ছড়িয়ে পড়ছে। এরই মাঝে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের করোনা আক্রান্ত হবার খবরে রাজ্যবাসীর কপালে যে চিন্তার ভাঁজ পড়বে তা বলাই বাহুল্য।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৭ই এপ্রিল ২০২১