আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অন্য নববর্ষ...........আগরতলা থেকে সুস্মিতা দেবনাথ এর অনুভব

    আরশি কথা

    অন্য নববর্ষ...........


    হতাশার  বিষবাষ্পে ক্লান্ত পৃথিবী আবারো নতুন সুরে তুলে ঝংকার

    কানে কানে বলে এসেছে নববর্ষ 

    সাজিয়ে তোল জীবন সব নবরূপে

    অবাক শিশুটি স্তুুপীকৃত আবর্জনায়

    নতুনদিন খোঁজে জীবনের সজীবতায়।

    অসংখ্য নক্ষত্ররাজির মধ্যে 

    হাতড়ে বেড়ায় সূর্যের ঠিকানা 

    একটি দুটো করে তারা ঝরে

    শিশুটির দুচোখ বেয়ে

    হয়তো পেটেও ঝরছে আগুন

    বৈশাখী রোদের মত।

    চোখ বন্ধ করে অনুভব করতে চায়

     নববর্ষের সুঘ্রাণ কুড়িয়ে পাওয়া সাদাভাতের থালায়।


    - সুস্মিতা দেবনাথ,আগরতলা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

     
     

    3/related/default