Type Here to Get Search Results !

ভয়াবহ করোনা পরিস্থিতি : সপ্তাহান্তে কারফিউ জারি হল দিল্লিতে

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে করোনা পরিস্থিতি । উপায় না দেখে এবার সপ্তাহান্তে কারফিউ জারি হল দিল্লিতে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনি ও রবিবার রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। পাশাপাশি, বন্ধ করে দেওয়া হবে স্পা, জিম, শপিং মল। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। ১৭ তারিখ থেকে কার্যকর হতে চলেছে নয়া নিয়ম।


আরশিকথা দেশ-বিদেশ

১৫ই এপ্রিল ২০২১