Type Here to Get Search Results !

'নূতনের গান' ...... আগরতলা থেকে সুস্মিতা দত্ত এর কবিতা

'নূতনের গান'


বিগত বৎসরের স্মৃতিগুলো বলছে ভালবাসে, 

একটি বছর পেরিয়ে গেছে মনের ক্যানভাসে । 

মুছে যাক দুঃখ বেদনা যত ছিল পুরাতন, 

চোখ মেলে দেখ হয়েছে নূতনের আগমন। 

বিশ্বাস প্রত্যাশা আর সাথে থাকুক ভালবাসা, 

প্রতিটি জীবন থেকে যেন দূর হয় হতাশা। 

আঁধারের শেষে ভোর হোক পাখির গানেগানে, 

হারিয়ে যাওয়া জীবন খুঁজে পাক জীবনের মানে।

দূর হোক হিংসা বিদ্বেষ লড়াই যা কিছু অশুভ,

প্রতিষ্ঠিত হোক শান্তি সম্প্রীতি আর ঐক্য। 

দিকে দিকে ধ্বনিত হোক মানবিকতার মন্ত্র, 

যুদ্ধ নয় ভালোবাসা হোক সর্বশ্রেষ্ঠ অস্ত্র। 

দূর হোক চিরতরে রয়েছে মহামারী যত, 

স্বাভাবিকতার ছন্দে পৃথিবী হোক সুসজ্জিত।


সুস্মিতা দত্ত,আগরতলা

১৮ই এপ্রিল ২০২১