মহারাষ্ট্রে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। এর সঙ্গে যুক্ত হয়েছে অক্সিজেনের ঘাটতি। এই পরিস্থিতিতে এবার এগিয়ে এলেন মুকেশ আম্বানি। তাঁর শোধনাগার থেকে দেওয়া হবে অক্সিজেন। মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডের টুইট থেকে জানা যাচ্ছে, রিলায়েন্সের তরফে ১০০ টন অক্সিজেন সরবরাহ করা হবে। উল্লেখ্য,মহারাষ্ট্রে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শোধানাগারটি রিলায়েন্সের। তাদের উদ্যোগে গুজরাট থেকে মহারাষ্ট্রে বিনা খরচে নিয়ে আসা হচ্ছে অক্সিজেন।
আরশিকথা দেশ-বিদেশ
১৫ই এপ্রিল ২০২১