Type Here to Get Search Results !

কাশ্মীর থেকে গ্রেপ্তার লস্কর-ই-তইবা জঙ্গি

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হল লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সদস্য আলতাফ আহমেদ রাকিবকে। বান্দিপোরা থেকে পেশায় স্কুল শিক্ষক আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে। গতবছর লস্করযোগে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিনকে জেরা করেই আলতাফের হদিশ মেলে। জানা গিয়েছে, শুক্রবারই তাকে কলকাতায় এনে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল শিক্ষক আলতাফ এলাকায় আর পাঁচজন সাধারণ মানুষের মতোই থাকত। কিন্তু গোপনে লস্করে জঙ্গিদের নিয়োগের কাজ করত। আর সেই কাজ করত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমেই তানিয়া পারভিনের সঙ্গে যোগাযোগ করেছিল আলতাফ। তারপরই তানিয়ার মগজধোলাই করে সে। এরপরই ওই তরুণী যোগ দেয় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করে। তবে শুধু তানিয়া নয়, গোটা দেশে এভাবে অনেককেই জঙ্গি দলে নিয়োগ করেছিল আলতাফ। তাকে জেরা করে এবার তাদেরই হদিশ পেতে চাইছে এনআইএ। 


আরশিকথা দেশ-বিদেশ

১৫ই এপ্রিল ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.