বাধারঘাট বিধানসভা কেন্দ্রের আনন্দময়ী কালী মন্দির কর্তৃপক্ষকে একটি অ্যাম্বুলেন্স দিলেন এলাকার বিধায়ক মিমি মজুমদার। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়।
সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। এর ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন বিধায়িকা মিমি মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অ্যাম্বুলেন্স প্রদানের জন্য বিধায়িকাকে ধন্যবাদ জানান। তিনি আশা ব্যক্ত করেন এর ফলে এলাকার জনগণ উপকৃত হবেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিতেও ভুলেননি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৬শে এপ্রিল ২৯২১