আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের তরুণ সাংবাদিক তন্ময় চক্রবর্তীর অকাল প্রয়াণে শোকঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


    অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন রাজ্যের তরুণ সাংবাদিক তন্ময় চক্রবর্তী। খবর সংগ্রহকারী এই নির্ভীক যোদ্ধা রবিবার রাত আটটার পর নিজেই হয়ে গেলেন খবরের শিরোনাম। আই এল এস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তন্ময়। উমাকান্ত স্কুলের প্রাক্তন ছাত্র তন্ময় ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিগ্রী নেবার পর যুক্ত হন রাজ্য সাংবাদিকতার সঙ্গে। দীর্ঘদিন ধরেই লিভারজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এর মধ্যে আক্রান্ত হন কোভিডে। এরপর কোভিড নেগেটিভও হন। তবে বিগত সপ্তাহে শরীরের অবস্থার ফের অবনতি হয় তাঁর। সঙ্গে,সঙ্গেই জিবি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসায় কিছুটা সাড়া দেওয়ার পর আই এল এস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। তবে রবিবার রাতে চিকিৎসকদের যাবতীয় সব চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পরেন এই সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। অমায়িক তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা সংবাদ জগতে নেমে আসে গভীর শোকের ছায়া।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৫শে এপ্রিল ২০২১
     

    3/related/default