Type Here to Get Search Results !

জীবনদায়ী চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতে নামলো ব্রিটিশ বিমান

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


ভয়াবহ করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন-সহ অন্যান্য দেশ। মঙ্গলবার ভোরে ব্রিটেন থেকে অত্যন্ত জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে পণ্যবাহী বিমান ভারতে পৌঁছেছে। এতে রয়েছে ১০০টি ভেন্টিলেটর, ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর-সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী। ব্রিটিশ সরকার জানিয়েছে, ‘ফরেন কমনওয়েলথ এণ্ড ডেভেলপমেন্ট অফিস’-এর প্রকল্প মোতাবেক সব মিলিয়ে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি নন-ইনভেসিভ ভেন্টিলেটর ও ২০টি ম্যানুয়েল ভেন্টিলেটর ভারতকে দেওয়া হবে। ভবিষ্যতে করোনা মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে লন্ডন। এই মর্মে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে আলোচনা হচ্ছে। ব্রিটেনে বসবাসকারী ভারতীয়রাও এগিয়ে এসেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সাফ বার্তা দিয়েছেন, ভারতের এই বিপদে তাঁর দেশ নয়াদিল্লির পাশে থাকবে।


আরশিকথা দেশ-বিদেশ

২৮শে এপ্রিল ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.