অসুস্থ প্রবীণ সাংবাদিক গৌতম কর ভৌমিকের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বুধবার তিনি প্রবীণ সাংবাদিক গৌতম ভৌমিকের বাড়িতে গিয়ে অর্থ রাশি তাঁর হাতে তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার। উল্লেখ্য, জার্নালিস্ট ইউনিয়নের প্রাক্তন সভাপতি শ্রী কর ভৌমিক দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর একটা বড় অপারেশনের প্রয়োজন। এই অর্থ সাহায্য করার জন্য শিক্ষামন্ত্রী রতন লাল নাথকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৮শে এপ্রিল ২০২১