ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে। বুধবার থেকে জেলাভিত্তিক এডমিট কার্ড বিতরণ শুরু হয়। নির্দিষ্ট স্কুলের মাধ্যমে তা সংগ্রহ করতে হবে। পর্ষদ সভাপতি এখবর জানিয়েছেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯মে থেকে মাধ্যমিক ও ১৮ মে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তিনি বলেন, এ বছর মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছে ৪৬,৬১০ জন । আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছে ২৭,২০৫ জন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তার জন্য ভেন্যু বাড়ানো হয়েছে। করোনা বিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তবে পরিস্থিতির অবনতি ঘটলে সিবিএসই কি করে, কেন্দ্র বা রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেসব কিছু বিবেচনা করেই মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৮শে এপ্রিল ২০২১