আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনার বাড়বাড়ন্ত : চারধাম যাত্রায় স্থগিতাদেশ উত্তরাখণ্ড সরকারের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    কুম্ভমেলা থেকে শিক্ষা নিয়ে এবার চারধাম যাত্রা স্থগিত করল সে রাজ্যের সরকার। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে এ বছর চারধাম যাত্রা স্থগিত করা হল। শুধুমাত্র চার মন্দিরের পুরোহিতরা নিয়ম মেনে পুজো সারবেন। উল্লেখ্য, গত বছরও করোনা সংক্রমণের জেরে বাতিল করার কথা হয়েছিল চারধাম যাত্রা। পরে অবশ্য একাধিক নিয়ম মেনে পুন্যার্থীদের চারধাম যাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। এদিকে এবার কুম্ভমেলারও ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু এই মেলা চলাকালীন হুড়মুড়িয়ে বাড়তে শুরু করে সংক্রমণ। পরিসংখ্যান বলছে, এই মেলার পর উত্তরাখণ্ডে করোনার অ্যাকটিভ কেস বেড়েছে ১৮ হাজার গুণ। সেই কথা মাথায় রেখেই এবার চারধাম যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিল সে রাজ্যের সরকার।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৯শে এপ্রিল ২০২১
     

    3/related/default