করোনার বিরুদ্ধে লড়ছে ভারত। গোটা বিশ্ব এই সময় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশ থেকে আসছে সাহায্য। সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে কিছুদিন আগে তেরঙ্গার রঙে রাঙানো হয়েছিল বুর্জ খালিফাকে। এবার সংযুক্ত আরব আমিরশাহীর মতো ওই একই পথে হাঁটল কানাডাও। নায়াগ্রা জলপ্রপাতে প্রতিফলন ঘটানো হয় ভারতের জাতীয় পতাকার। নায়াগ্রা পার্কের তরফে টুইট করে বলা হয়েছে, করোনার কারণে ভারত এখন আক্রান্তের ঢেউ দেখছে। প্রাণহানি দেখছে। ভারতের প্রতি সহমর্মিতা ও সৌভ্রাতৃত্বের নিদর্শনস্বরূপ নায়গ্রা জলপ্রপাতকে ভারতের জাতীয় পতাকার রং গেরুয়া, সাদা ও সবুজ রঙে আলোকিত করা হয়। এই নিয়ে দ্বিতীয়বার নায়াগ্রা জলপ্রাপাতকে তেরঙ্গার রঙে রাঙানো হল। এছাড়া গত বছর স্বাধীনতা দিবসের সময়ও নায়াগ্রাতে জাতীয় পতাকার রঙের আলোর প্রতিফলন ঘটানো হয়েছিল।
আরশিকথা দেশ-বিদেশ
২৯শে এপ্রিল ২০২১