সংক্রমণ এড়াতে এবার বাড়িতেও মাস্ক পরতে হবে। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে এমনটাই জানানো হল। সেই সঙ্গে এখন বাড়িতে বাইরের কাউকে না ডাকা এবং অযথা বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রসচিব এক নোটিস জারি করে জানিয়েছেন, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার চাইলে সংক্রমিত এলাকায় নিজেদের মতো করে বিধিনিষেধ আরোপ করতে পারে। সেই সঙ্গে সামাজিক অনুষ্ঠানে জমায়েতও যাতে বেশি না হয়, সে দিকে নজর রাখতে বলা হয়েছে। দেশজুড়েই চলছে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যু হলেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে অক্সিজেন রয়েছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু অক্সিজেন প্লান্ট থেকে সেগুলিকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। অক্সিজেন পরিবহণের জন্য ট্যাঙ্কার কেনা বা ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু সেগুলিকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় লেগে যাচ্ছে বলেও স্বীকার করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
আরশিকথা দেশ-বিদেশ
২৬শে এপ্রিল ২০২১