সোমবার লস অ্যাঞ্জেলেসে অস্কারের মঞ্চে চলচ্চিত্র জগতের প্রয়াত ব্যক্তিত্বদের স্মৃতিচারণায় উঠে এলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে নামী পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। একবার অস্কারের ট্রফি হাতে ওঠা মানেই কাজের সর্বোচ্চ স্বীকৃতি পরিচালক-অভিনেতা থেকে শুরু করে এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের। তবে শুধু বর্তমানের কাজের স্বীকৃতিই নয়। এত বছর ধরে যাঁরা বিনোদন জগতে অবদান রেখে এসেছেন, মৃত্যুর পর তাঁদেরও স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ বছরও সেভাবেই সৌমিত্র চট্টোপাধ্যায়-সহ রুপোলি পর্দায় ছাপ ফেলে যাওয়া কয়েকজনকে শ্রদ্ধা জানায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কমিটি। এদিকে সদ্য প্রয়াত বাঙালির এই আইকনকে শ্রদ্ধার্ঘ্য জানানোয় অ্যাকাডেমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৌমিত্র-কন্যা পৌলমী বসু।
আরশিকথা দেশ-বিদেশ
২৬শে এপ্রিল ২০২১