Type Here to Get Search Results !

ইমক্যাব সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণঃ বাংলাদেশ

আবু আলী, ঢাকা, আরশিকথা।। বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ডিইউজে কার্যালয়ে ভারতীয় গুমাধ্যমের সাংবাদিকদের মাঝে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ইমক্যাবের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ।
এ সময় সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, যুগ্ম সম্পাদক মীর আফরোজ্জামান, কোষাধ্যক্ষ আমিনুল হক ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আবু আলী, নির্বাহী সদস্য মনজুর আহমেদ অনিক, সদস্য বিশ্বজিৎ দত্ত, শাহিন চৌধুরী ও জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সুরক্ষা সমগ্রীর মধ্যে তিন ধরণের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল প্যাড ছাড়ও পাল্স অক্সিমিটার দেওয়া হয়েছে। এ সময় ইমক্যাব সভাপতি বাসুদেব ধর বলেন, প্রতিমুহুর্তে সংক্রমণের ঝুঁকির মধ্যে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। এই দুঃসময়ে আমাদের সদস্যদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানে ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা সাংবাদিকদের মাঝে ইমক্যাব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এটা সুন্দর উদ্যোগ। ইমক্যাব খুবই সক্রিয় ভুমিকা পালন করছে। গত কমিটি খুবই ভালো কাজ করেছে, আগামীতে নতুন কমিটি আরও ভালো কাজ করবে, সেই প্রত্যাশা করি।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৩০শে এপ্রিল ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.