Type Here to Get Search Results !

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মনমোহন সিং। করোনা আক্রান্ত হওয়ায় গত ১৯ এপ্রিল দিল্লির এইমস হাসপাতালে ভরতি হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনমোহন সিং চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তারপরই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। গত ৮ তারিখই করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তিনি। কিন্তু ১০ দিনের মধ্যেই তিনি করোনা সংক্রমিত হন। অসুস্থ বোধ করায় ৮৮ বছরের মনমোহন সিংয়ের করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসার পর আর কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। অবশেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন তিনি।


আরশিকথা দেশ-বিদেশ

২৯শে এপ্রিল ২০২১