আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভ্যাক্সিনের ঘাটতি : মুম্বইয়ে ১৮ বছরের ঊর্ধ্বদের টিকা করণ আপাতত স্থগিত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    অব্যাহত করোনার দাপট। মারণ ব্যাধি রুখতে শুরু হয়েছে ভ্যাক্সিন প্রদানের কাজ। তৃতীয় দফার টিকাকরণের কাজ শুরু হতে মাত্র দুদিন বাকি। আর শেষ মুহুর্তে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলে ঘোষণা করল শিল্পনগরী মুম্বই। যার ফলে আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তির টিকা গ্রহণ অনিশ্চয়তার মুখে এসে পড়ল। বৃহস্পতিবার টুইট করে এই খবর জানিয়েছেন বৃহৎমুম্বইয়ের অতিরিক্ত পুর কমিশনার অশ্বিনী বিদে। এদিন তিনি টুইট করে বলেন, ” পর্যাপ্ত টিকার সরবরাহ না থাকায় আগামী ১ মে থেকে ১৮-৪৪ বছর বয়সীদের তৃতীয় দফার ভ্যাক্সিন প্রদান করা সম্ভব হচ্ছে না।” উল্লেখ্য, মুম্বইয়ের মতো তৃতীয় দফার টিকা নিয়ে একই অবস্থা রাজধানী দিল্লিরও। তৃতীয় দফার করোনার টিকাকরণ শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। আর শেষ মুহূর্তে দিল্লি সরকার ঘোষণ করেছে ভ্যাক্সিন দেওয়ার জন্য তাঁদের কাছে পর্যাপ্ত টিকা নেই। প্রাইভেট কোম্পানির থেকে ভ্যাকসিন পাওয়ার জন্য অপেক্ষা করছে তারা।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৯শে এপ্রিল ২০২১
     

    3/related/default