Type Here to Get Search Results !

হিমন্ত বিশ্বশর্মার ভোটপ্রচারে নিষেধাজ্ঞা কমিশনের : বিরোধীদের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


হিমন্ত বিশ্বশর্মার ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের প্রধান হাগ্রামা মহিলারিকে হুমকি দিয়েছিলেন। প্রসঙ্গত, আগামী মঙ্গলবারই অসমে তৃতীয় তথা শেষ দফার ভোট। তার আগে ভোটপ্রচার তুঙ্গে। এই সময়ই দু’দিনের জন্য প্রচার থেকে সরে থাকতে হবে গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ এই নেতাকে। ফলে এবারের নির্বাচনে আর দলের হয়ে প্রচার করা হবে না তাঁর। কংগ্রেসের অভিযোগ পেয়ে শুক্রবার রাতে নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করে। কংগ্রেস নালিশ জানায়, এনআইএ-র অপব্যবহার করে বিরোধীপক্ষের ওই বোরো নেতাকে জেলে ভরার হুমকি দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা। এরপরই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জারি করা বিবৃতিতে রীতিমতো নিন্দা করা হয়েছে হিমন্তর বক্তব্যের। ওই বিবৃতিতে বলা হয়েছে, কমিশন বিজেপি নেতা ও তারকা প্রচারক হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের তীব্র নিন্দা করে তাঁকে জনসভা, মিছিল, রোড শো, সাক্ষাৎকার ও সাংবাদিক সম্মেলন করা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য বিরত করছে। উল্লেখ্য, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচারে তিনিই দায়িত্বে ছিলেন। ত্রিপুরায় বিজেপি আসার পেছনে হিমন্ত বিশ্বশর্মার মুখ্য ভূমিকা রয়েছে বলেও মনে করে রাজনৈতিক মহল।


আরশিকথা দেশ-বিদেশ

৩রা এপ্রিল ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.