হরিদ্বারে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কুম্ভমেলায় করোনা থাবা বসিয়েছে । ইতিমধ্যেই শংকরাচার্য চকের কৃষ্ণ আশ্রমের ৭ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের রাখা হয়েছে আইসোলেশনে। গত ৪ দিনে কয়েক’শো জন করোনা আক্রান্ত হয়েছেন কুম্ভ মেলায়।কুম্ভমেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর সাঙ্গির জানিয়েছেন, এই বছরের কুম্ভমেলা শুরু থেকে এখনও পর্যন্ত মোট ৩০০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। করোনার প্রকোপের কথা মাথায় রেখে উত্তরাখণ্ড সরকার কিছু গাইডলাইন ঠিক করেছে। সেখানে বলা হয়েছে, আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই মেলায় ঢোকার অনুমতি দেওয়া হবে। আর সেই রিপোর্ট ৭ দিনের মধ্যেকার হতে হবে। ১ এপ্রিল থেকে ৩০ পর্যন্ত চলা এবারের কুম্ভমেলায় ৩টি শাহি স্নানের যোগ রয়েছে। ১২, ১৪, ২৭ এপ্রিলের এই শাহি স্নানে কয়েক লক্ষ মানুষ অংশ নেবেন। ফলে সেই সময় করোনা বিধি কতটা মানা সম্ভব হবে বা তার পর করোনা পরিস্থিত কী দাঁড়াবে তাও চিন্তায় রেখেছে উত্তরাখণ্ড সরকারকে।
আরশিকথা দেশ-বিদেশ
৩রা এপ্রিল ২০২১